দেশজুড়ে

নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে চার পলিথিন কারখানার মালিককে পাঁচ লাখ দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শহরের রাণীবাজার শাহী মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, দুপুরে রাণীবাজার এলাকায় অভিযান চালিয়ে খলিলুর রহমান লিমনের মালিকানাধীন পলিথিন কারখানাকে দেড় লাখ টাকা, মনির হোসেনের পলিথিন কারখানাকে দুই লাখ টাকা, আশ্রাফ মোল্লার পলিথিন কারখানাকে দেড় লাখ ও মো. রাব্বি মিয়ার কারখানাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশ সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

রাজীবুল হাসান/আরএইচ/এএসএম