প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাসহ নাশকতার চার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
Advertisement
এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপির ১৮ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্টের একই আদালত। আগামী ছয় সপ্তাহের জামিন দিয়ে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার জন্য বলেছেন আদালত।
এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এদিন বুলুর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সানিজদ সিদ্দিকী, অ্যাডভোকেট তারেক ভুঁইয়া ও মো. মনির উদ্দিন।
Advertisement
তথ্যটি নিশ্চিত করেন মাহববু উদ্দিন খোকেনের সহযোগী বেগমগঞ্জ উপজেলা যুবদল নেতা মুন্সী কামরুল ইসলাম। চট্টগ্রাম বিএনপি নেতাদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানজিরুল ইসলাম।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশ কর্মসূচি চলাকালে প্রধান বিচারপতির বাসায় এ হামলার অভিযোগ উঠে। এ মামলায় বরকত উল্লাহ বুলু এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে রমনা থানায় পৃথক চারটি মামলা ছিল।
বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, আজকে হাইকোর্টে এসেছিলাম। গত ২৮ অক্টোবর আমাদের ওপর গ্রেনেড হামলাসহ বিভিন্ন ধরনের হামলা চালিয়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাসহ বিভিন্ন ধরনের মামলা দায়ের হয়েছিল। আমাকে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন জামিন দিয়ে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এ মামলাগুলো মিথ্যা। গত দুই মাস চেষ্টা করার পর জামিন পেলাম।
এর আগে গত বছরের ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে ২৯ অক্টোবর রমনা মডেল থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। এসব মামলা এরই মধ্যে বিএনপিপন্থি কয়েকজন শীর্ষ আইনজীবীসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাও জামিন পেয়েছেন।
Advertisement
এফএইচ/এমকেআর/জিকেএস