খেলাধুলা

দুই ইভেন্টে স্বর্ণের লড়াইমঞ্চে বাংলাদেশ

ইরাকের রাজধানী বাগদাদে চলমান এশিয়া কাপ স্টেজ-১ র‌্যাংকিং টুর্নামেন্টের দুটি ইভেন্টের স্বর্ণের লড়াইমঞ্চে উঠেছে বাংলাদেশ। ইলিমিনেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

Advertisement

ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ (হাকিম আহমেদ, সাগর ইসলাম ও আবদুর রহমান আলিফ) ৫-১ সেটে হারিয়েছে উজবেকিস্তানকে।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালও নিশ্চিত করেছে বাংলাদেশ। সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকী ৫-৩ সেটে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছেন। আগামী রোববার এই দুই ইভেন্টে স্বর্ণ জয়ের লড়াইয়ে ভারতের তীরন্দাজদের বিপক্ষে খেলবেন লাল সবুজ আরচাররা।

এছাড়াও রিকার্ভ মহিলা দলগত ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের ব্রোঞ্জ পদকের জন্যও খেলবেন বাংলাদেশের আরচাররা। উজবেকিস্তানের কাছে সেমিফাইনালে হেরে বাংলাদেশের মেয়েরা রিকার্ভ দলগত ইভেন্টের ব্রোঞ্জের লড়াইয়ে খেলবেন ইরাকের বিপক্ষে। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের ব্রোঞ্জ পদকের লড়াইয়েও বাংলাদেশের প্রতিপক্ষ ইরাক।

Advertisement

আরআই/আইএইচএস