আন্তর্জাতিক

ফ্রান্সের ফেলে যাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পন্নের পথে ইরান

নিজেদের প্রযুক্তিতে তৈরি খুজেস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) প্রদেশটি ভ্রমণকালে ইসলামি বলেন, দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ ভালোভাবে এগিয়ে চলছে। যদিও একটি বিদেশি কোম্পানি চুক্তি ভঙ্গ করে প্রকল্পটি ছেড়ে চলে যাওয়ার পর ইরান কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এটিকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল।

সংস্থাটির প্রধান বলেন, বিদেশি কোম্পানি চলে গেলেও প্রকল্পটি নিজেরাই শেষ করার সিদ্ধান্ত নেই আমরা। এখন প্রথম ধাপের কাজ সফলভাবে সম্পন্ন হলো।

আরও পড়ুন> ইরান নিষেধাজ্ঞাকে সুযোগে রূপান্তর করেছে: খামেনি ইরানকে ঘিরে জটিল সমীকরণ, চাপে বাইডেন

১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের আগে ফ্রান্সের একটি কোম্পানির সঙ্গে প্রকল্পটি বাস্তবায়নে দুই বিলিয়ন ডলারের চুক্তি করে ইরান। কিন্তু ইসলামিক বিপ্লবের পর প্রকল্পটি থেকে সরে যায় ফ্রান্সের কোম্পানিটি।

Advertisement

ইসলামি বলেন, নিষেধাজ্ঞার কারণে বিদেশি কোম্পানিটি চুক্তি পরিপূর্ণ না করেই চলে যায়।

নিজেদের অর্থায়নে তৈরি এই বিদ্যুৎকেন্দ্রটি ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। আহভাজ থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে করুন নদীতের পাশে এটি অবস্থিত।

সূত্র: ইরনা নিউজ

এমএসএম

Advertisement