দেশজুড়ে

বগুড়ায় দু`জনকে গলা কেটে হত্যা

বগুড়া শহরের মাহবুবনগর এলাকায় এবং শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজারে দুই যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ার আনছার আলীর ছেলে শহিদুল ইসলাম (২৮) এবং শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া মধ্যপাড়ার মৃত আজিজুল হকের ছেলে আনোয়ারুল ইসলাম (৪২)।জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের মাহবুবনগর এলাকায় শহিদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহত শহিদুল পেশায় একজন কাঠমিস্ত্রি। কি কারণে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো তাৎক্ষণিকভাবে তার কোনো কারণ জানা যায়নি। রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে শহিদুলকে হত্যা করা হয়েছে।অপরদিকে শাজাহানপুর থানা পুলিশ জানায়, সোমবার রাত ৯ টা থেকে আড়িয়াবাজার এলাকায় নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিল আনোয়ারুল ইসলাম। রাত ৩ টা পর্যন্ত তাকে বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। ভোর ৫টার দিকে বাজারের দক্ষিণ পার্শ্বে আবর্জনার স্তুপের পাশে নৈশ-প্রহরী আনোয়ারুলের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের হাত লুঙ্গি দিয়ে বাঁধা ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ নৈশপ্রহরী খুন হলেও কোনো দোকানপাট লুটের ঘটনা ঘটেনি। লিমন বাসার/এসএস/এমএস