দেশজুড়ে

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

বাগেরহাটের রামপালে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে হত্যা মামলার একমাত্র আসামি হাবিব সরদারের (৩৫) উপস্থিতিতে আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান এই রায় দেন।   ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাবিব সরদার রামপাল উপজেলার গুনাই গ্রামের জহির সরদারের ছেলে।  মামলার বাদী নিহতের ভাই সামছুল মোল্লার দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, রামপালের গুনাই গ্রামের জহির সরদারের ছেলে হাবিব সরদারের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হাসিনা বেগমের ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে ২০১৪ সালের ২১ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে হাবিব সরদার তার বাড়ির পাশের চিংড়ি ঘেরের ঘরে মধ্যে স্ত্রী হাসিনা বেগমকে আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার পরের দিন নিহতের ভাই সামছুল মোল্লা বাদী হয়ে হাবিব সরদারকে আসামি করে রামপাল থানায় হত্যা মামলা দায়ের করে। হাবিব সরদারকে পুলিশ আটক করে আদালতে পাঠায়। পরে হাবিব সরদার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্ত্রী হাসিনা বেগমকে আঘাতের শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। রামপাল থানার এসআই ঠাকুর দাস মন্ডল ওই বছরের ৩১ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।এ হত্যা মামলায় দীর্ঘ শুনানি শেষে আসামি হাবিব সরদারের বিরুদ্ধে স্ত্রী হাসিনা বেগমকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান আসামির উপস্থিতিতে ফাঁসির দণ্ডাদেশ দেন। শওকত আলী বাবু/এসএস/এমএস