সিরাজগঞ্জে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সদর উপজেলার বয়রা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী আল-আমিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ২০০১ সাল থেকে বয়রা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষকেরদায়িত্ব পালন করছিলেন। সেই সময় থেকেই তিনি বেতন-ভাতা উত্তোলন করছিলেন। কিন্তু তার ভুয়া সনদে চাকরিতে যোগদানের বিষয়টি স্থানীয় মহলে বেশ চাঞ্চল্য করে। পরে ১৭ বছর পর প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য নূরুল আমিন ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর মহা-পরিচালক উচ্চ মাধ্যমিক অদিদপ্তর বরাবর একটি অভিযোগ করেন।
এ অভিযোগের প্রেক্ষিতে জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে সনদ যাচাই-বাছাই করার জন্য ওই বছরের ২৪ অক্টোবর বগুড়া নট্রামস কলেজে একটি আবেদন করেন।
নট্রামস যাচাই-বাছাই কমিটির তদন্ত শেষে প্রতিষ্ঠানের পরিচালক (যুগ্ম সচিব) এস এম ফেরদৌস আলম ১৬ নভেম্বর জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়কে ভুয়া সনদের বিষয়টি চিঠি দিয়ে নিশ্চিত করেন। পরে এ ঘটনায় ২০২২ সালের ২৭ জুন দুদক রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলার জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এম এ মালেক, সিরাজগঞ্জ/এমআরএম