দেশজুড়ে

কক্সবাজারের প্রকৃতি উপভোগে ৩৪ কূটনীতিক এলেন ট্রেনে চড়ে

কক্সবাজারের প্রকৃতি উপভোগ করাতে ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিককে ট্রেনে চড়িয়ে কক্সবাজারে এনেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম থেকে বিশেষ ট্রেনে কক্সবাজার পৌঁছান তারা। এসময় রাখাইন নৃত্যসহ ঐতিহ্যবাহী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর যুবলীগ সভাপতি ডালিম বড়ুয়া, সাধারণ সম্পাদক শাহেদ এমরান প্রমুখ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডরস আউট রিচ প্রোগ্রামের আওতায় ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান সিটি, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), আগাখান ডেভেলপমেন্ট নেটওয়ার্কসহ (একেডিএন) আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিক কক্সবাজারে এসেছেন।

এসময় জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন, চট্টগ্রাম থেকে টানেলসহ উন্নয়ন প্রকল্পগুলো দেখে ট্রেনে করে কক্সবাজারে এসেছেন পররাষ্ট্রমন্ত্রীসহ ৩৪ জন কূটনীতিক। তারা কক্সবাজারের উন্নয়ন প্রকল্প, রামু বৌদ্ধ মন্দিরসহ জেলার সৌন্দর্য উপভোগ করবেন।

দুপুর ১টা ৫ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বিশেষ ট্রেন দর্শনার্থীদের নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম রেলস্টেশনে গণমাধ্যমকে বলেন, দেশের সামর্থ্য জানান দিতে রাষ্ট্রদূতদের নিয়ে বঙ্গবন্ধু টানেল পরিদর্শন ও কক্সবাজার দর্শনে যাওয়া হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধিদের কক্সবাজারের সৌন্দর্য ও আমাদের সামর্থ্যের কথা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে।

তিনি বলেন, কর্ণফুলী নদীর তলদেশে টানেলটি দক্ষিণ এশিয়ার প্রথম টানেল। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান কোথাও নদীর নিচে টানেল নেই। বিদেশি রাষ্ট্রদূতরা যাতে আমাদের দেশকে জানেন, আমাদের দেশে কী ধরনের উন্নয়ন হচ্ছে তা দেখাতে তাদের ঢাকার বাইরে নিয়ে আসা হয়েছে। এটি আমাদের কক্সবাজারে প্রথম ট্রেন ভ্রমণ, যা আমাদের উন্নয়নের প্রতীক।

রাতে মেরিন ড্রাইভের ইনানী সি-পার্ল হোটেলে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কূটনীতিকরা।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম