নড়াইলের তুলারামপুর ইউনিয়নের চাচড়া গাবতলায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ের মূল ব্যানার ও নৌকা প্রতীকে আগুন দিয়েছে দুর্বিত্তরা। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। হঠাৎ আগুন দেখে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশে খবর দিলে পুলিশ সকাল ১০টার পরে ঘটনাস্থল পরিদর্শন করে।ইউনিয়নের আ.লীগ মনোনীত প্রার্থী মো. বুলবুল হোসেন অভিযোগ করে বলেন, স্থানীয় আ.লীগের বিদ্রোহী প্রার্থী মো. টিপু সুলতানের সমর্থকরা এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছে।তবে টিপু সুলতান বলেন, আমাদের জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী ও সমর্থকেরা এ ঘটনা সাজিয়ে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে।এ ব্যাপারে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, প্রার্থীর পক্ষ থেকে বেলা সাড়ে ১০টার দিকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। হাফিজুল নিলু/এফএ/আরআইপি