খেলাধুলা

সেমিতেই মুখোমুখি মোহামেডান-আবাহনী

মাঠে নামার আগেই আবাহনীর কাছে সমীকরণ পরিষ্কার হয়েছিল- ঊষা ক্রীড়া চক্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলে তাদের সেমিফাইনালে মোকাবিলা করতে হবে মোহামেডানকে।

Advertisement

মঙ্গলবার রাতে ঊষাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে আবাহনী গ্রুপসেরা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে। একইদিন প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মেরিনার্স-ঊষা।

আবাহনী ও ঊষা দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগে। গ্রুপসেরা হওয়ার লড়াইয়ের প্রথম দুই কোয়ার্টার ছিল গোলশূন্য। ৩১ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। ৩৫ মিনিটে আব্রাহাম বেলিমঙ্গারের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। এর ২ মিনিট পর যুবরাজ বাল্মিকীর ফিল্ড গোলে আবাহনী ব্যবধান বাড়িয়ে ৩-০ করে।

৪০ মিনিটে মাহবুব হোসেনের ফিল্ড গোলে ব্যবধান কমিয়ে ৩-১ এ নামিয়ে আনে ঊষা। ৪৩ মিনিটে পিসি থেকে গোল করে আবাহনীকে আরো এগিয়ে দেন আশরাফুল ইসলাম।

Advertisement

৪৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় ঊষা। গোল করেন মাহবুব হোসেন (৪-২)। ৫১ মিনিটে আবাহনী আব্রাহাম ও ৫৫ মিনিটে ফরহাদ আহমেদ সিটুল গোল করলে ৬-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশি-নীলরা।

আরআই/আইএইচএস/