নাটোরে হিট স্ট্রোক করে ইয়াদুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত ইয়াদুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে ও নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্র।ইয়াদুলের পরিবার ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে ঘাস কাটার জন্য নদী পারাপারের সময় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন ইয়াদুল। এসময় আশেপাশের লোকজন তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি নাটোর সদর হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। সন্ধ্যা ৭টায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান ইয়াদুল। চিকিৎসকরা জানিয়েছেন, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ইয়াদুল মারা গেছে। রেজাউল করিম রেজা/এফএ/এমএস