দেশজুড়ে

ময়মনসিংহে তিন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

অনিয়মের অভিযোগে ময়মনসিংহে অভিযান চালিয়ে তিন ক্লিনিক ও হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চরপাড়া এলাকায় যৌথভাবে এ অভিযান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, পরীক্ষার ফি বেশি রাখা ও ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় ল্যাবএইড হাসপাতালকে ৫০ হাজার টাকা, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার এবং রি-এজেন্ট সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় ও জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

মঞ্জুরুল ইসলাম/এমএএইচ/