দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন মিজানুর রহমান তোতা নামের এক মালয়েশিয়া প্রবাসী। ঢাকা থেকে মাকে নিয়ে হেলিকপ্টারে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দে পৌঁছান তিনি।
মিজানুর রহমান উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের ওয়াজেদ আলী ও শান্তি বেগম দম্পতির ছেলে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মা শান্তি বেগম ও পরিবারের সদস্যদের নিয়ে হেলিকপ্টারটি শ্যামপুর দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদরাসা মাঠে অবতরণ করে। এসময় উৎসুক জনতা তাদের একনজর দেখতে ভিড় জমান।
প্রবাসীর ছোট ভাই নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ভাইয়ের ইচ্ছা ছিল মাকে হেলিকপ্টারে নিয়ে বাড়ি ফিরবেন। এজন্য ভাই দেশে আসার আগেই হেলিকপ্টারটি এক লাখ ৪০ হাজার টাকায় ভাড়া করেছিলাম। ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসতে আমাদের সময় লেগেছে মাত্র ২০ মিনিট।’
স্থানীয় শিক্ষক আতাউর রহমান বলেন, মিজানুর রহমান তোতা জীবিকার তাগিদে ১৭ বছর আগে মালয়েশিয়া গিয়েছিলেন। তার আয়ে এখন পুরো পরিবারটি বেশ স্বচ্ছল। শুধু তাই নয়, তিনি নিকটাত্মীয় স্বজনদেরও সুখ-দুঃখে পাশে থাকেন।
কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জাগো নিউজকে বলেন, ওই প্রবাসী তার মাকে ঢাকা থেকে হেলিকপ্টারে নিয়ে আসছেন খবর শুনে উৎসুক জনতা তাদের দেখতে ভিড় করেন। এজন্য সাধারণ মানুষের নিরাপত্তা দিতে আমরা দায়িত্বে ছিলাম।
এম এ মালেক/এসআর/এমএসএম