বান্দরবানের আবাসিক হোটেল থেকে রুমা উপজেলার ৪ নং পাইন্দু ইউনিয়নের মংনু নামের এক ইউপি মেম্বার প্রার্থী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বান্দরবানের বার্মিজ র্মাকেটের এক আবাসিক হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতে বড় ভাই মং হিয়া জানান, রোববার বিকেলে স্ত্রীর সঙ্গে মুঠোফোনে তার কথা হয়। ওই দিন রাতে তাকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, পুলিশ হোটেল থেকে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।সৈকত দাশ/এসএস/পিআর