পাবনার চাটমোহর পৌর সদরের ভাদুনগর এলাকায় ট্রাকের ধাক্কায় সজিব (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত সজিব পৌরসদরের বালুচর মহল্লার হজরত আলীর ছেলে ও চাটমোহর এনাইতুল্লাহ সিনিয়র মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র।চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে সজিব ও তার ২ বন্ধু মটরসাইকেলযোগে চাটমোহর-ভাঙ্গুড়া সড়কের ভাদুনগর এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ফলে সজিব মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেল আরোহীরা সবাই চাটমোহর এনাইতুল্লাহ সিনিয়র মাদরাসার ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থী। স্থানিয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে জনতা ঘাতক ট্রাক (ঢাকামেট্রো ট ১১-৩১৩৩) ও এর চালক চাঁন মিয়াকে (৬০) আটক করে থানায় সোপর্দ করে। জামান/এফএ/এবিএস