সাগরকন্যা কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন (দৌড়) প্রতিযোগিতা। ‘সকলের অংশগ্রহণ, হ্রাস পাবে প্লাস্টিক দূষণ’ প্রতিপাদ্যে এ ম্যারাথনের আয়োজন করে বাংলায় বিজ্ঞান চর্চা ও বিকাশের অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা কসমিক কালচার ট্রাস্ট। আর এতে ছোট-বড়, নারী-পুরুষ মিলে মোট ২৫৬ জন রানার (দৌড়বিদ) অংশ নেন।
শুক্রবার (১ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটে সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু হয় ম্যারাথন। ২৫৬ জন অপেশাদার ও শৌখিন দৌড়বিদদের মধ্যে ১০০ জন ২১ কিলোমিটার হাফ ম্যারাথন ও ১৫৬ জন ১০ কিলোমিটার পাওয়ার রান ম্যারাথন ক্যাটাগরিতে অংশ নেন। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে লেম্বুরবনের শেষ প্রান্তে প্রদক্ষিণ করে ফের জিরো পয়েন্ট এসে শেষ হয় এ ম্যারাথন।
দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ ম্যারাথনের ২১ কিলোমিটার হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন আমির উদ্দিন। প্রথম রানার আপ মো. লুৎফর ও দ্বিতীয় রানার আপ হয়েছেন মজনু মিয়া। ২১ কিলোমিটার হাফ ম্যারাথনে নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দিলারা। প্রথম রানার আপ হয়েছেন নাসরিন ও দ্বিতীয় রানার আপ নাদিয়া।
২১ কিলোমিটার হাফ ম্যারাথনে বয়সভিত্তিক পুরুষ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মো. ইয়াকুব। প্রথম রানার আপ হয়েছেন কামরুল ইসলাম ও দ্বিতীয় রানার আপ আসাদুল ইসলাম।
১০ কিলোমিটার পাওয়ার রান ম্যারাথনে প্রথম হয়েছেন মাহফুজ আহমেদ। প্রথম রানার আপ হয়েছেন মুহতাসিন আল কাফি ও দ্বিতীয় রানার আপ হাসিবুজ্জামান। ১০ কিলোমিটার পাওয়ার রান ম্যারাথনে নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন নারগিস জাহান। প্রথম রানার আপ সুলতানা ও দ্বিতীয় রানার আপ হয়েছেন শুভ্রা রয়। ১০ কিলোমিটার বয়সভিত্তিক ক্যাটাগরিতে প্রথম হয়েছেন লুৎফুর। আর প্রথম রানার আপ হয়েছেন তপন মিত্র ও দ্বিতীয় রানার আপ ফজলে রাব্বি।
ওবায়দুর রহমান (৮০) নামের এক রানার বলেন, ‘আমি ঢাকা থেকে কুয়াকাটায় এসেছি। একদিকে সৈকতের সৌন্দর্য, অন্যদিকে এ প্রোগ্রামে অংশগ্রহণ; সবমিলিয়ে দারুণ একটি সময় উপভোগ করেছি। নিজেকে সুস্থ রাখতে এর বিকল্প নেই।’
২১ কিলোমিটার দৌড়ে প্রথম হওয়া হবিগঞ্জের বানিয়াচংয়ের এসএসসি পরীক্ষার্থী আমির উদ্দিন বলে, ‘আত্মবিশ্বাস আর পরিশ্রম থাকলে ম্যারাথন দৌড়ে সফলতা পাওয়া যায়। তবে এসব কর্মসূচিতে প্রথম বা দ্বিতীয় হওয়াটা বিষয় না, অংশগ্রহণটাই জরুরি।’
অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা কসমিক কালচার ট্রাস্টের সভাপতি ড. অনিষ মন্ডল বলেন, প্লাস্টিক দূষণ বন্ধই আমাদের মূল প্রতিপাদ্য। আজ সৈকতে খুব সুন্দরভাবে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আমাদের যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ।
আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম