দেশজুড়ে

চাঁদপুরে মোবাইল চুরির মামলায় ‘ভুয়া এসপি’ কারাগারে

চাঁদপুরের হাজীগঞ্জে চোরাই মোবাইল ফোনসহ পুলিশের হাতে আটক রাসেল পাটোয়ারী নামে এক ‘ভুয়া’ পুলিশ সুপারকে (এসপি) কারাগারে পাঠিয়েছে আদালত।

Advertisement

শনিবার (২ মার্চ) বিকেলে আটক ভুয়া এসপি রাসেলকে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক রাসেল পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার চর বাকিলা গ্রামের ফিরোজ পাটোয়ারীর ছেলে।

Advertisement

পুলিশ জানায়, গত সপ্তাহে হাজীগঞ্জ থানা রোডস্থ একটি সেলুনে সেভ করতে গিয়ে নিজেকে এসপি পরিচয় দেন রাসেল। তখন সেলুন কর্মীদের কাজের ব্যস্ততার ফাঁকে কৌশলে তাদের দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান তিনি। এরপর ফোন দুটি হাজীগঞ্জ বাজারের মসজিদ মার্কেটের একটি দোকানে ১৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন।

ভুক্তভোগী সেলুন মালিক হৃদয় জানান, চুরির ওই ঘটনার পর রাসেল পাটোয়ারীকে সিসি ফুটেজ দেখে শনাক্ত করে ধরার চেষ্টা করা হয়। পরে আবারও তাকে ওই বাজারে ঘুরাঘুরি করতে দেখে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

ওসি আব্দুর রশিদ বলেন, রাসেল পাটোয়ারী একজন প্রতারক। পুলিশের বিভিন্ন পদবি ব্যবহার করে দেশের নানা স্থানে সে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে পুলিশের ভুয়া এসপি পরিচয়ে কয়েকটি মামলার খোঁজ মিলেছে।

শরীফুল ইসলাম/এমকেআর

Advertisement