দেশজুড়ে

গাংনীতে ৩ ইরানি নাগরিক আটক

মেহেরপুরের গাংনীতে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে তিন ইরানি নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার বিকেলে গাংনী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।ইরানি নাগরিকেরা হলেন, আমির আলী (৪৫), ভয়িদ (২৫) ও নাদেও আহম্মেদ (২৪)। তবে আটকরা নিজেদের নির্দোষ ও পর্যটক বলে দাবি করেছেন।মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, সম্প্রতি কয়েকজন বিদেশী পেট্রোল পাম্প ও চাউলের দোকানে টাকা ভাঙানোর কথা বলে কয়েক লাখ টাকা প্রতারণা করেন। বিকেলে এই তিন বিদেশী একটি প্রাইভেটকার যোগে গাংনী হাসপাতাল বাজারে এসে টাকা ভাঙানোর কথা বললে স্থানীয় লোকজন সন্দেহ করে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে তারা পালিয়ে যাবার সময় চোখতোলা মাঠে রাস্তার পাশে গাড়ি উল্টে আহত হন। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি আরো জানান, ইতোপূর্বে কয়েকজন বিদেশী পেট্রোল পাম্প ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছেন এবং থানায় মামলা হয়েছে। একজন বিদেশীকে সনাক্ত করা হয়েছে। ইরানি নাগরিকের বিষয়টি তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে দোষী হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এদিকে বিদেশীরা জানান, দুই সপ্তাহ আগে তারা বাংলাদেশে বেড়াতে এসেছেন। তারা পর্যটক, প্রতারক নয়।আতিকুর রহমান টিটু/এআরএ/পিআর