দেশজুড়ে

ফরিদপুরে অবৈধ সীসা কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে একটি অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় কারখানাটির মালিক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিরু মুন্সিকে এক লাখ টাকা জরিমানা ও অবৈধ কারখানাটি সীলগালা করে বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের সামনে জয়নগর বটতলা এলাকায় এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

এ বিষয়ে মেহেদী হাসান জাগো নিউজকে জানান, অবৈধভাবে পুরাতন ব্যাটারি ভেঙে সীসা তৈরি করায় হিরু মুন্সির ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন কে বি নয়ন/এনআইবি/এমএস