দেশজুড়ে

সান্তাহারে দুই খাবার হোটেলকে ২ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে বগুড়ার আদমদীঘির সান্তাহারে দুটি খাবারের হোটেল মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় স্টার ও বিসমিল্লাহ্ হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক এ এইচ এম আসিফ বিন ইকরাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও র্যাব-১২ এর উপসহকারী পরিচালক ওয়ালিউর রহমান প্রমুখ।

এ বিষয়ে আসিফ বিন ইকরাম জাগো নিউজকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পঁচা-বাসি মিষ্টি সংরক্ষণ, আয়োডিনহীন লবণ ব্যবহারসহ নানা কারণে নিরাপদ খাদ্য আইনে ৩৯ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে হোটেলের ওইসব মিষ্টি ও লবণ ধ্বংস করা হয়েছে। আগামীতে হোটেলের কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এনআইবি/জিকেএস