নড়াইলের তুলারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী টিপু সুলতানের (ঘোড়া প্রতীক) তুলারামপুর বাসস্ট্যান্ড এলাকার নির্বাচনী প্রচারকেন্দ্রে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০ দিকে এ ঘটনা ঘটে। এদিকে নির্বাচনী প্রচারকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বুধবার সকাল ৯টার দিকে তুলারামপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন টিপু সুলতানের সমর্থকরা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। টিপু সুলতান অভিযোগ করে বলেন, তার জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বুলবুল আহমেদের সমর্থকেরা আমার নির্বাচনী প্রচারকেন্দ্রের ব্যানার, চেয়ার ও টেবিল ভাংচুর করেছে। এছাড়া বেনাহাটি এলাকায় আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। তবে বুলবুল আহমেদের সমর্থকেরা এ অভিযোগ অস্বীকার করেছেন। হাফিজুল নিলু/এফএ/পিআর