দেশজুড়ে

বহুতল ভবনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কমিউনিটি সেন্টার সিলগালা

নারায়ণগঞ্জ শহরের একটি বহুতল ভবনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ একটি কমিউনিটি সেন্টার সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে বহুতল ভবন ও কমিউনিটি সেন্টারের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের পশ্চিম দেওভোগ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, শহরের পশ্চিম দেওভোগ এলাকায় দিদার খন্দকার মালিকানাধীন ১০ তলা ভবন খন্দকার টাওয়ারে অভিযান চালায় তিতাসের ভ্রাম্যমাণ আদালত। এসময় দুইটি ফ্লোরে ভবন মালিক পরিচালিত জান্নান কনভেনশন হল নামে কমিউনিটি সেন্টার ও অন্যান্য ফ্লোরের আবাসিক ফ্ল্যাটগুলোতে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। তিতাস কর্তৃক্ষ গ্যাসের বিল বই দেখতে চাইলে দেখাতে ব্যর্থ হন তারা।

পরে পুরো ভবনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ কমিউনিটি সেন্টারটি স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়। এছাড়া ভবনের মালিকপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সেখান থেকে জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ, রাইজার ও বার্ণার।

এ বিষয়ে তামশিদ ইরাম খান জাগো নিউজকে বলেন, সরকারের সিম্পদ রক্ষায় অবৈধ গ্যাস সংযোগ বন্ধে জেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান। জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।

অভিযানে তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মোশতাক মাসুদ মোহাম্মদ ইমরানসহ অন্যান্য সহকারী ব্যবস্থাপক ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/জেআইএম