স্বাস্থ্য

ফিলিস্তিনি শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা বিডিএফের

ফরিদপুর মেডিকেল কলেজে অধ্যয়নরত এক ফিলিস্তিনি শিক্ষার্থীকে দুই লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশন (বিডিএফ)।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির আহ্বায়ক ডা. মো. শাহেদ রফি পাভেল। ওই শিক্ষার্থী ২০১৮-১৯ সেশনের এফ-২৮ ব্যাচের।

অর্থ সহায়তা নিয়মিত কার্যক্রমের অংশ উল্লেখ করে বিডিএফ আহ্বায়ক বলেন, সারাদেশের সরকারি মেডিকেলে অধ্যয়নরত ৬০ শিক্ষার্থীকে প্রতি মাসের ৫ হাজার করে টাকা করে দেওয়া হচ্ছে। বিডিএফ সদস্যদের অর্থায়নেই গঠিত হয়েছে এ তহবিল। প্রথম বর্ষ থেকে শেষ পর্যন্ত একজন শিক্ষার্থী এই সুবিধা পান। তাদের সহযোগিতা প্রদান করা হয়, যাদের পরিবার এই খরচ বহন করতে সক্ষম না।

সংগঠনের অধিকাংশ সদস্য বিডিএফের মাধ্যমে শিক্ষার্থীদের এই টাকা প্রদান করেন জানিয়ে তিনি বলেন, কেউ কেউ আবার সরাসরি শিক্ষার্থীর হাতেও দেন।

এএএম/জেডএইচ/জেআইএম