ঝালকাঠি পৌরসভা নির্বাচনকে বিতর্কিত ও ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিল ঘোষণা এবং পুনরায় নির্বাচন প্রদানের দাবি জানিয়ে আদালতে মামলা করেছেন মেয়র আফজাল হোসেন। বুধবার ঝালকাঠির ১ম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন ২০১৬ আদালতে মামলা (নং-০১/১৬) দায়ের করেন। আদালত ২৮ এপ্রিল শুনানির দিন ধার্য করেন। এর প্রতিবাদে নব-নির্বাচিত কাউন্সিলররা পৌরসভা চত্বরে সমাবেশ করে নৌকা প্রতীকে বিজয়ী মেয়র লিয়াকত আলী তালুকদারের সঙ্গে পরামর্শ করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন। মামলায় উল্লেখ করা হয়, ২০ মার্চ ঝালকাঠি পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফজাল হোসেনের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করা দিয়ে কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, হামলা করে নির্বাচনে কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী লিয়াকত আলী তালুকদার বিজয় ছিনিয়ে নেয়। হামলায় মেয়র আফজাল অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। এছাড়াও নারিকেল গাছ প্রতীকের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকের লোকজন (সন্ত্রাসী) মোটরসাইকেল মহড়া দিয়ে হুমকি প্রদান করেন। এ ঘটনায় নির্বাচন বাতিল, মেয়র পদে পুনঃনির্বাচনের ঘোষণা, মামলার খরচ ভাবি সুদসহ বিবাদীর প্রতিকূলে ঘোষণা দেয়ার দাবি জানানো হয়। এ মামলায় আসামি করা হয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী (নির্বাচিত) লিয়াকত আলী তালুকদার, ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী অনাদী দাসকে। মামলাটি নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক শরীফ মো. সানাউল হক আমলে নিয়ে ২৮ এপ্রিল শুনানির দিন ধার্য করেন। এদিকে মামলা দায়েরের প্রতিবাদে পৌরসভা চত্বরে সমাবেশ করেছে কাউন্সিলরবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন- রেজাউল করিম জাকির, হুমায়ুন কবীর, তরুন কর্মকার, হাফিজ আল মাহমুদ। উপস্থিত ছিলেন- মাহবুবুজ্জামান স্বপন, রফিকুল ইসলাম, সেলিম মুন্সি, দুলাল হাওলাদার, শাহ আলম খান ফারসু। প্রতিবাদ সমাবেশ শেষে নব-নির্বাচিত পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সঙ্গে পরামর্শ করে রোববার সকাল ১০টায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। আতিকুর রহমান/এসএস/পিআর