জাতীয়

মানহানির মামলা : তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার  ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ ইউনুস খান এ গ্রেফতারি  পরোয়ানা জারি করেন। এর আগে সকালে ইউনুস খানের আদালতে  মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান দুলাল। মামলার এজাহার থেকে জানা যায়, চলতি বছরের ১৫ ডিসেম্বর  ইস্ট লন্ডনের অস্ট্রিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন  বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘তথ্য প্রমাণের ভিত্তিতে বলছি, শেখ মুজিব রাজাকার, খুনি ও পাকবন্ধু ছিলেন। একাত্তরে বাংলাদেশ স্বাধীতনতার  ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান।তারেক রহমান বক্তব্যে আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ  মুজিব পরিবারের কোনো অবদান নেই। শেখ মুজিব আওয়ামী লীগের জন্য এখন লালসালু। এই লালসালুকে ঘিরে থাকে ভন্ডরা।তারেক রহমান আরও বলেন, দখলদার ও রংহেডেড শেখ হাসিনা যখনই  বিপদে পড়ে, জনগণকে ধোকা দিতে মুক্তিযুদ্ধের চেতনার  দোহাই দেন। তার পরিবারেই রাজাকারের বংশবিস্তার হচ্ছে।  রাজাকাররা তার মন্ত্রিসভায়ও রয়েছে। আওয়ামী লীগকে দেখামাত্র  রাজাকার বলারও পরামর্শ দেন বিএনপির এ নেতা।