পাবনার আটঘরিয়ায় মেয়ের মৃত্যু সংবাদ সইতে না পেরে মারা গেছেন মা। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পাটেশ্বর গ্রামের আলেম মোল্লার মেয়ে আমেনা খাতুন (৩৫) ও তার স্ত্রী ইসমত আরা (৫৫)।
স্থানীয়রা জানান, সোমবার( ১১ মার্চ) ভোরে মেয়ে আমেনা খাতুন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই খবর শোনার পর তার মা ইসমত আরা স্ট্রোক করেন। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসেন চঞ্চল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমিন ইসলাম জুয়েল/এফএ/এএসএম