দেশজুড়ে

ঝালকাঠির বাজার থেকে উধাও মুরগি

সরকার নির্ধারিত মূল্যে মুরগি বিক্রির নির্দেশের প্রতিবাদে ধর্মঘট শুরু করেছেন ঝালকাঠির ব্যবসায়ীরা। বাজার থেকে সবধরনের মুরগি সরিয়ে ফেলেছেন তারা। খাঁচাগুলো মুরগিশূন্য দেখা গেছে।

রোববার (১৭ মার্চ) ঝালকাঠি শহরের বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

ব্রয়লার ১৭৫ টাকা ও সোনালি মুরগি ২৬২ টাকা কেজি বিক্রি করার জন্য সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ দামে বিক্রি করলে লোকসান হবে অজুহাতে মুরগি বিক্রি বন্ধ রেখেছেন জেলার ব্যবসায়ীরা।

স্থানীয় মুরগি বিক্রেতা শামীম, কালাম, মাসুদসহ কয়েকজন জানান, পাইকারি বিক্রেতাদের কাছ থেকে যে দামে মুরগি কেনেন তা থেকে ১০-১৫ টাকা লাভ রেখে তারা বিক্রি করেন। সরকার নির্ধারিত রেটে বিক্রি করতে গেলে তাদের ক্ষতি হবে। তাই তারা মুরগি বিক্রি বন্ধ রেখেছেন।

এ বিষয়ে ঝালকাঠি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, কৃষি বিপণন অধিদপ্তর বাজারদর নির্ধারণ করেছে। তাতে ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম হয়েছে। যে কারণে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। এটা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।

তিনি আরও বলেন, শুধু ঝালকাঠিতে না, সারাদেশেই এমন সংকট সৃষ্টি হয়েছে। আশা করি আগামীকালের মধ্যেই এর একটা সমাধান হবে।

আতিকুর রহমান/এসআর/জিকেএস