ভারতের কলকাতায় অনুষ্ঠেয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার সন্ধায় ভারতের কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।ভারতের কোলকাতাস্থ দি বেঙ্গল চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রি এ মেগা ট্রেড ফেয়ারের আয়োজন করেছে। তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। মেলা আজ (বৃহস্পতিবার) শুরু হয়েছে। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশি এবং বন্ধু রাষ্ট্র। দু‘দেশের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত পুরনো এবং গুরুত্বপূর্ণ। প্রতিবেশি এ দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যহীনতায় রয়েছে। এ ভারসাম্যহীনতা দূর করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রতি বছর এ মেলায় যোগদান করে থাকে।এ বছরও ইপিবিসহ বাংলাদেশের প্রায় ৯৭টি প্রতিষ্ঠান তাদের তৈরি পণ্য নিয়ে মেলায় যোগদান করছে। বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে- হস্তশিল্প, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, সিরামিক, পাটজাত পণ্য, এগ্রো ফুড এবং জামদানী।গত বছর বাংলাদেশ ৮২টি স্টল নিয়ে এ মেলায় অংশ গ্রহণ করে ৪,৪৭,৫০০ মার্কিন ডলারের রপ্তানি আদেশ পেয়েছে। এ বছর এ রপ্তানি আদেশ বাড়বে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য, গত অর্থবছর ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে ৬,০৩৪.৮০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে ভারতে রপ্তানি হয়েছে ৪৫৬.৬৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাণিজ্য ঘাটতি ছিল ৫,৫৭৮.১৭ মিলিয়ন মার্কিন ডলার।