দেশজুড়ে

রায়পুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী সভায় ভাঙচুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ইকতিয়ার উদ্দিন সোহাগের নির্বাচনী সভায় ভাঙচুর চালানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৬টার দিকে ইউনিয়নের ভূঁইয়ার হাটের চরবগা গ্রামে এ ঘটনা ঘটে।আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. ইউসুফ জালাল কিসমতের অনুসারীরা মোটরসাইকেল মহড়া ও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা যোগে নির্বাচনী সভায় এ ভাঙচুর চালায়। এসময় সৌদি প্রবাসী আবদুর রহিমকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়া হয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই এলাকায় মহড়া দেয়ায় বর্তমানে সেখানে আতঙ্ক বিরাজ করছে।কাজল কায়েস/এআরএ/এবিএস