দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর উল্টে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টর উল্টে আশিক আলী (২৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার সহযোগী ওহেদুল ইসলাম (১৬)।

সোমবার (১৮ মার্চ) দুপুরে রহনপুর-গোমস্তাপুর সড়কের নিমতলা মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক আশিক নাচোল উপজেলার ফুলকুঁড়ি পাহাড়পুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে। আহত ব্যক্তি একই গ্রামের বাসিন্দা ওহেদুল ইসলাম।

স্থানীয়া বাসিন্দা আসান আহমেদ বলেন, একটি চলন্ত ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় আহত হন চালক আশিক ও তার সহযোগী অহেদুল ইসলাম।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে চালক আশিক আলী মারা গেছেন। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার সহযোগী অহেদুল ইসলাম।

সোহান মাহমুদ/জেডএইচ