চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পৌঁছে দেওয়ার কথা বলে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ মার্চ) দিনভর অভিযান চালিয়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপীনাথপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আমান আলীর ছেলে মোজাফফর (২৫), পাবনার সুজানগর উপজেলার ভবানীপুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল বারেক খন্দকারের ছেলে মো. মোতালেব খন্দকার (৪২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দা উপজেলার মৃত মোসলেম সরকারের ছেলে আলতাফ হোসেন (৫৬)।
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, গত বছরের ২২ মার্চ দুপুর ২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের সেত্তাজ আলীর ছেলে সাবেক ইউপি সদস্য গরু কেনার জন্য রাজশাহীর সিটি হাট যাচ্ছিলেন। পথে বিশ্বরোড মোড় থেকে তাকে একটি কারে অপহরণ করে রাজশাহী নিয়ে যাওয়া হয়।
দুই দফায় মুক্তিপণ বাবদ তার কাছ থেকে ১০ লাখ টাকা আদায়ের পর মোবাইল কেড়ে নিয়ে পরদিন সকালে রাজশাহীর বানেশ্বর এলাকায় ছেড়ে দেয় অপহরণকারীরা। এ ঘটনায় সাদিকুল ইসলাম বাদী হয়ে মামলা করলে আদালত প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।
তিনি জানান, অপহরণকারী মোতালেব খন্দকার একটি বাহিনী থেকে চাকরিচ্যুত হওয়ার পর বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। চক্রটি সরকারি বিভিন্ন চাকরির ভুয়া নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অনেক মানুষকে প্রতারিত করেছে।
মো. সোহান মাহমুদ/আরএইচ/এমএস