দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ৩ তরমুজ ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় তিন আড়তদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে শহরের উদয়ন মোড়ের তরমুজ ব্যবসায়ী সামছুল আলমকে ২০ হাজার, মুন্না আলীকে ১৫ হাজার ও ফয়সাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন জানান, কয়েকদিন থেকে ভোক্তারা অভিযোগ করে আসছিলেন অতিরিক্ত বেশি দামে বিক্রি হচ্ছে তরমুজ। সে অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। উৎপাদন খরচের চেয়ে অতিরিক্ত বেশি দামে তরমুজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোহান মাহমুদ/এনআইবি/এএসএম