রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর মনিটরিংয়ের লক্ষ্যে নীলফামারীর ডোমার পৌর কাঁচাবাজারে অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকেলে কাঁচাবাজারে এ অভিযানে নেতৃত্ব দেন ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স রতন ভাণ্ডারের মালিক আব্দুল মালেক বাবুকে পাঁচ হাজার ও মেসার্স লাবিব ভাণ্ডারের মালিক গোলাম রাশেদকে দুই হাজার টাকাসহ দুই ব্যবসায়ীকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আল-আমিন রহমান জাগো নিউজকে বলেন, বাজার-দর নিয়ন্ত্রণ, মূল্যবৃদ্ধি ঠেকাতে ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এনআইবি/এমএস