দেশজুড়ে

মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভূমিমন্ত্রীর

বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে। দেশে মাঝেমধ্যে মৌলবাদী অপশক্তি মাথা উঁচু করার চেষ্টা করছে তাই এদেরকে সম্মিলিতভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ এমপি।পাকশীর বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় দিয়াড় বাঘইল গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে মধ্যম আয়ের দেশ এবং পর্যায়ক্রমে উন্নত দেশে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। কোনো ষড়যন্ত্রই এই অগ্রযাত্রাকে থামাতে পারবে না। তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে, চলবে। কোনো খুনি গণহত্যাকারীর জন্য এই দেশ না। যুদ্ধ করে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় সবকিছু পরিচালিত হবে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাইফুল আলম বাবু মন্ডলের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ রশীদুল্লাহ, হাবিবুল ইসলাম হব্বুল, গোলাম মোস্তফা চান্না মন্ডল, আনিছুর রহমান বাদল ও মাহাবুব হাসান আশকারী বেনজু মন্ডলসহ প্রমুখ। আলেচনা সভা ছাড়াও অনুষ্ঠানে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তরিকুল ইসলাম ভাদু, সুলতান আহমেদ মন্ডল ও শরিফুল আলম দিপু মন্ডল।আলাউদ্দিন আহমেদ/এফএ/আরআইপি