দেশজুড়ে

পণ্যবাহী ট্রাক আটকে চাঁদা আদায়, আটক ৩

বগুড়ার শাজাহানপুরে পণ্যবাহী ট্রাকে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের একটি রসিদ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র‍্যাব-১২ বগুড়া।

এর আগে বুধবার (২০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন শাজাহানপুর উপজেলার সাইফুল ইসলাম (৪৭), রিপন (২৬) ও দুপচাঁচিয়া উপজেলার মহিদুল ইসলাম (২৯)।  

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কামান্ডার (এসপি) মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুরে পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজি করা হচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় চাঁদা আদায়ের রসিদসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর/জিকেএস