জাতীয়

পানি সংকটে বাড়ছে তীব্রতা, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী-পুলিশ

রাজধানীর ডেমরায় কাপড়ের গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে পানি সংকটে পড়েছেন তারা, এতে বাড়ছে আগুনের তীব্রতা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন নৌবাহিনী ও পুলিশের সদস্যরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জাগো নিউজকে এসব তথ্য জানান।

এর আগে রাত ১১টা ৪৫ মিনিটে ওই গোডাউনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

তিনি আরও বলেন, আগুন লাগার পর ওই এলাকায় বাতাস বৃদ্ধি পায়। এছাড়া ঘটনাস্থলের কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।

এদিকে সর্বেশেষ খবর পাওয়া পর্যন্ত পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। সেই সঙ্গে কিছুক্ষণ পরপর জানালার কাচ বিস্ফোরিত হচ্ছে। এলাকাবাসীকে ভিড় না করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম।

টিটি/ইএ