সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে ট্রাকচাপায় সাদিয়া নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দেবহাটা উপজেলার দেবশহর ফুটবল মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাদিয়া দেবশহর গ্রামের গফুর গাজীর মেয়ে।দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) হারাধন জাগো নিউজকে জানান, সাদিয়া রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। মেয়েটির বাবা ভারতে থাকেন। তিন মেয়ের মধ্যে সাদিয়া সবার ছোট। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় এলাকাবাসীর মধ্যস্ততায় বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এফএ/এমএস