গুঞ্জনটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার সেটাতে ঘি ঢেলে দিয়েছেন ইনজামাম নিজেই। পাকিস্তানের প্রধান নির্বাচক পদের জন্য যোগ্য লোক খুজতেছিল পাকিস্তান। ইনজামাম নিজে থেকেই এই পদে কাজ করার প্রতি আগ্রহ প্রকাশ করার পর পাকিস্তানি মিডিয়াতে খবর প্রচার হচ্ছে, ইনজামাম উল হকই হচ্ছেন পাকিস্তানের প্রধান নির্বাচক। শুধু ইনজামামই নয়, আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফও রয়েছেন তার সাথে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র বলেছে, ‘এখনো কিছু ফাইনাল হয়নি। শাহরিয়ার খান কথা চালিয়ে যাচ্ছেন ইনজামাম এবং রশিদ লতিফসহ আরো অনেকের সাথে। তবে এটা এখনই বলা ঠিক হবেনা যে ইনজামাম প্রধান নির্বাচকের দায়িত্ব পাচ্ছেন।’আফগানিস্তানের মত দলকে বিশ্বমানের দলে রূপান্তরিত করেছেন ইনজামাম। বিশ্বকাপ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মত দলকে তারা হারিয়েছে। আফগানিস্তানের কোচের পদে থেকে মাসিক ১২ হাজার ডলার আয় করেন ইনজামাম। সূত্রে আরো জানা যায়, ‘অবশ্যই বোর্ড সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিবে। কিন্তু এখন পর্যন্ত কোন কিছুই ফাইনাল করা হয়নি ইনজামামের ব্যপারে। রশিদ লতিফকেও প্রধান নির্বাচকের দায়িত্ব নেয়ার ব্যপারে কথা হচ্ছে পিসিবির কর্মকর্তাদের মাঝে। কিন্তু লতিফ এই চাকরি করতে নারাজ। মহসিন খান এবং সাবেক পাকিস্তানি স্পিনার ইকবাল কাসিমকেও প্রধান নির্বাচকের জন্য বিবেচনা করছে। আরআর/এমএস