দেশজুড়ে

নড়াইলে বিএনপি প্রার্থীর প্রচারণায় আ.লীগের বাধা

নড়াইলে সদর উপজেলার মাইজপাড়া ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রচার-প্রচারণা চালানোর সময় নৌকা প্রতীকের সমর্থকরা বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলী মন্ডলসহ জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ লাঞ্ছিত হয়ে একটি দোকানে গিয়ে আশ্রয় নেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।মাইজপাড়া ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল জানান,  শুক্রবার বিকেলে নির্বাচনী প্রচারকাজে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, নড়াইল পৌর বিএনপির আহ্বায়ক আজিজার রহমান, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তেলায়েত হোসেন বাবুসহ কয়েকজন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মাইজপাড়া বাজার ব্রিজ এলাকা থেকে প্রচার শুরু করে বাসস্ট্যান্ডে পৌঁছানোর আগেই নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমানের উপস্থিতিতে তার কর্মী-সমর্থকরা বিনা কারণে আমাদের ওপর চড়াও হন এবং প্রচারকাজে বাধা দেন। এক পর্যায়ে আমাদের ওপর চড়াও হয়ে হামলা করলে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ লাঞ্ছিত হয়ে স্থানীয় একটি দোকানে গিয়ে আশ্রয় নেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী জানান, মাইজপাড়া ইউনিয়ন বিএনপির প্রার্থীর পক্ষে জেলা ও থানা পর্যায়ের কয়েকজন নের্তৃবন্দ প্রচারকাজে অংশগ্রহণ করি। লিফলেট বিতরণকালে নৌকা প্রতীকের প্রার্থীসহ তার সমর্থকরা এতে বাধা দেন। তিনি বলেন, হাট-বাজারে প্রচারকাজে গেলেও যদি বাধার সৃষ্টি হয় তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কিভাবে আশা করতে পারি।তবে নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান দাবি করেন, বিএনপির সমর্থকরা তার নির্বাচনী প্রচারকাজে ব্যবহৃত মাইক বন্ধ করতে বলায় তার সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে। পরে তিনি পরিস্থিতি সামলে নিয়ে বিএনপির নেতৃবৃন্দকে নড়াইলে চলে যেতে অনুরোধ করেন।নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, মাইজপাড়া বাজারে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।হাফিজুল নিলু/এফএ/এমএস