মোংলা ইপিজেডে দেড় সহস্রাধিক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার (২৫ মার্চ) সকাল থেকে ভিআইপি নামক একটি ভারতীয় ব্যাগ কোম্পানির শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ফ্যাক্টরি এলাকায় ইট-পাটকেল নিক্ষেপসহ ভাঙচুরের চেষ্টা চালায়।
এক পর্যায়ে ইপিজেডের নিরাপত্তা কর্মী ও পুলিশের সঙ্গে শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়।
কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, ইপিজেডের অভ্যন্তরে লাগেজ (ব্যাগ) উৎপাদনকারী ভিআইপি নামক প্রতিষ্ঠানে গত কয়েক মাস ধরে লোকসান চলছিল। কর্তৃপক্ষ সর্বোচ্চ এক বছর চাকরিরত এক হাজার ৭৭৭ জন শ্রমিককে শ্রম আইন অনুযায়ী ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়। সোমবার সকাল ৯টার দিকে ছাঁটাইকরা এসব শ্রমিকদের চলতি মার্চ মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাসের টাকা দেওয়া শুরু করলে শ্রমিকরা হট্টগোল পাকাতে শুরু করে। এ সময় শ্রমিকরা বাড়তি আরও তিন মাসের বেতন ও ঈদুল আযহার বোনাসের টাকা প্রদানের দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে বিক্ষুব্ধ শ্রমিকরা বেপরোয়া হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন শ্রমিককে আটক করে থানায় আনা হয়েছে।
এ দিকে ভিআইপি ফ্যাক্টরির মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আইন মেনে অগ্রিম বেতন ও ঈদ বোনাস পরিশোধ করে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। তারপরও কিছু শ্রমিক বিনা উস্কানিতে ফ্যাক্টরিতে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।
আবু হোসাইন সুমন/আরএইচ/এএসএম