কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের রক্ষণভাগের খেলোয়াড়দের বাজে পারফরম্যান্সের সুযোগে লিড নিয়ে বিরতিতে গেছে কোস্টারিকা।
আজ বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস মেমোরিয়াল কলিসিয়ামে বল দখলে বরাবরের মতোই দাপট দেখিয়ে খেলছে আর্জেন্টিনা। আক্রমণেও এগিয়ে ছিল আলবিসেলেস্তারা।
তবে ম্যাচের ৩৪ মিনিটে হঠাৎ দুঃস্বপ্ন দেখে আর্জেন্টিনা। ভাঙা রক্ষণে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে।
এদিন ইনজুরির কারণে আর্জেন্টিনা হয়ে খেলতে পারছেন না লিওনেল মেসি। তবে একাদেশে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও হুলিয়ান আলভারেজ।
এমএইচ/এএসএম