সাতক্ষীরা শহরের বড় বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে ১৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ মার্চ) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া এই অভিযান পরিচালনা করেন।
এসময় মজুতদার হাজরা সাধুকে ২০ হাজার টাকা জরিমানা ও জব্দ চিনি নিয়ে যায় প্রশাসন, যার বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা।
জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে আনা এসব চিনি দেশীয় কোম্পানির (সুবাহ চিনি) নামে মোড়কজাত করে বিক্রয় করছিল প্রতিষ্ঠানটি। এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে চিনিগুলো জব্দ করা হয়েছে।
এর আগেও ভোজ্যতেল মজুত করার অপরাধে হাজরা সাধুকে জরিমানা করা হয়েছিল।
আহসানুর রহমান রাজীব/এমএসএম