বান্দরবানের আজিজ নগর ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইউনিয়নের ওয়ার্ডগুলোর সীমানা নিয়ে বিরোধ থাকায় উচ্চ আদালতের নির্দেশে বুধবার রাতে স্থগিত করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজিজ নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর আবদুর রব হাওলাদার গত ২৪ মার্চ ওয়ার্ডের সীমানা ত্রুটি নিয়ে হাইকোর্টে রিট করেন। সম্প্রতি হাইকোর্ট আজিজ নগর ইউনিয়নের সীমানা বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কেন স্থগিত করা হবে না- মর্মে রুল জারি করেন। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন বুধবার বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করে।আজিজ নগর ইউনিয়নের রিটার্নিং অফিসার আনুয়ার কামাল জানান, নির্বাচন স্থগিতের আদেশ তাদের হাতে পৌঁছেছে। তবে কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে তা কমিশন থেকে এখনো জানানো হয়নি বলেও জানান তিনি।সৈকত দাশ/এআরএ/পিআর