আগামীকাল রোববার ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় বন্দরের ভেতরের সকল কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মাঝে যাত্রী পারাপার চালু থাকবে।বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, আগামীকাল রোববার ভারতের পশ্চিমবঙ্গের হিলিসহ পুরো দক্ষিণ দিনাজপুর জেলায় বিধানসভা নির্বাচন। এ কারণে সেদিন ভারতে সরকারি ছুটি থাকায় সেদেশের রফতানিকারকরা কোনো পণ্য রফতানি বা আমদানি করবেননা। এর ফলে ওইদিন বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ভারতের হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মন্ডল স্বাক্ষরিত এক পত্র দ্বারা শনিবার দুপুরে বিষয়টি তারা আমাদের জানিয়েছেন। পত্রে আগামী সোমবার থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি বাণিজ্য চালু হবে জানানো হয়। বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও বন্দরের ভেতরে আমদানিকৃত পণ্যের পরিক্ষণ, শুল্কায়ন, পণ্যলোড, আনলোড পণ্যডেলিভারি দেওয়াসহ ভেতরের সকল কার্যক্রম চালু থাকবে বলে তিনি জানান। এদিকে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মাঝে যাত্রী পারাপার ব্যাবস্থা চালু থাকবে বলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।এমদাদ/এমএএস/পিআর