দেশজুড়ে

তিন শতাধিক অসহায়ের মাঝে ঈদ উপহার বিতরণ

নেত্রকোনায় নিজেদের টিফিনের টাকা জমিয়ে ও পরিবারের সহযোগিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে দুজন শিক্ষার্থী।

রোববার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের অনন্তপুর বেপারী বাড়ি মাজহারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে তিন শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের অনাবিল আনন্দ ও হাসি ফুটাতে এই বস্ত্র বিতরণের আয়োজন করে।

তারা হলেন, নেত্রকোনা সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আফরিন আজহার আদ্রিতা ও তার ছোট বোন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী অফসরা জান্নাত। তারা নেত্রকোনা শহরের ছোট বাজার এলাকার বাসিন্দা সাংবাদিক আজহারুল ইসলাম বিপ্লবের কন্যা।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিন শতাধিক গরিব অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস বিতরণ করা হয়। বর্তমান দুর্মূল্যের বাজারে হত-দরিদ্র পরিবারগুলো ঈদ উপহার পেয়ে খুশি। এসময় উপস্থিত ছিলেন দুই ছাত্রীর বাবা আজহারুল ইসলাম বিপ্লব, জেলা প্রেসক্লাবে সাবেক যুগ্ম সম্পাদক একে এম আব্দুল্লাহ, সাংবাদিক আব্দুর রহমান ও স্থানীয়রা।

এ বিষয়ে আফরিন আজহার আদ্রিতা জাগো নিউজকে বলেন, ‘আমরা নিজেরা ঈদে আনন্দ করি। কিন্তু অসহায় দরিদ্র মানুষ ঈদ উপলক্ষে নতুন পোশাক কিনতে পারেননা। পরিবারের সদস্যদের নতুন কাপড় কিনে দিতে পারেন না। তাই আমার বাবা ও কাকাদের বলে আমরা তিন শতাধিক মানুষকে নতুন কাপড় কিনে বিতরণ করার ব্যবস্থা করি। কাজটি করতে পেরে আমার খুব ভাল লাগছে।’

এইচ এম কামাল/এনআইবি/জিকেএস