দেশজুড়ে

জীবননগর সীমান্তে পুলিশ পরিচয়ে ৪০ হাজার ডলার ছিনতাই

জীবননগর সীমান্ত হতে ৪০ হাজার ডলারসহ একটি মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে। ভারতে পাচারের প্রাক্কালে শাখারিয়া পিচমোড়-গয়েশপুর রাস্তার কালভাটের উপর হতে শুক্রবার রাত ৮টার সময় এ ডলার ছিনতাই করা হয়। এ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জীবননগর থানার এক এএসআই জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের পক্ষ হতে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। জানা গেছে, উপজেলার গয়েশপুর গ্রামের আশাবুল হকের ছেলে রনি শুক্রবার রাত ৮টার সময় জীবননগর শহর থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সিটি বাজাজ মোটরসাইকেলে করে ৪০ হাজার ইউএস ডলার নিয়ে সীমান্তবর্তী গয়েশপুর গ্রামে যাচ্ছিলো। সে শাখারিয়া পিচমোড়-গয়েশপুর রাস্তার কালভাটের উপর পৌঁছুলে সেখানে পূর্ব হতে সাদা পোশাকে ওঁৎ পেতে থাকা হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী নিজেদেরকে জীবননগর থানার পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে এবং তারা মোটরসাইকেলের বিশেষ স্থানে লুকিয়ে রাখা ৪০ হাজার ডলার উদ্ধার করে। পরে তাদেরকে হুমকি দিয়ে তাড়িয়ে দিয়ে ডলার ও মোটরসাইকেল নিয়ে সটকে পড়ে। এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি। প্রাথমিকভাবে তদন্ত করে জীবননগর থানার পুলিশের এ ঘটনার সাথে কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি। অন্য কোনো আইনশৃংখলা বাহিনীর সদস্য পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের এ ঘটনা ঘটাতে পারে। তবে ঘটনার আরো অধিকতর তদন্ত করা হচ্ছে। সালাউদ্দীন কাজল/একে