নীলফামারীতে রেললাইনের ক্লিপ খোলার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নুরুল ইসলাম।
এরআগে সোমবার দিনগত রাতে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের খয়রাত নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সোনারা ইউনিয়নের জয়চন্ডী পুটিহাট এলাকার শহিদুল ইসলামের ছেলে আল আমিন (২৬) ও উত্তর মুসশুর কুখাপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে বেলাল (২৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, তারা দুজন রাতে রেললাইনের ফাঁকা জায়গায় ক্লিপ খুলছিলেন। এসময় স্থানীয়রা বুঝতে পেয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নুরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইব্রাহিম সুজন/আরএইচ/এমএস