চাঁদপুরের মতলব বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে মতল বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচারক নুর হোসেন।
তিনি বলেন, আজকের বাজার তদারকি অভিযানে ইফতার সামগ্রীর মূল্য তালিকা না থাকায় জুরি ইসলাম আলাকের দোকান মালিককে দুই হাজার টাকা, তালিকা প্রদর্শন না করার দায়ে মেসার্স লিটন ট্রেডার্স মালিককে চার হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মহসিন ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা এবং সরকার ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চার প্রতিষ্ঠানকে সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানের সময় ফলের দোকান তদারকি করে মূল্য তালিকা প্রদর্শন করা এবং নায্যমূল্যে ফল বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। জুতা ও পোশাকের দোকানে অভিযান করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের অযাচিত ট্যাগ না লাগানো এবং মুদি দোকান ও সবজির বাজার তদারকি করে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে মতলব দক্ষিণ থানা পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
শরীফুল ইসলাম/এনআইবি/এমএস