দেশজুড়ে

বকেয়া বেতনের দাবিতে নকল নবিসদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে এক্সট্রা মোহরার (নকল নবিস) ১২ মাসের বকেয়া বেতন পরিশোধ ও সরকারি স্কেলভুক্ত করার দাবিতে মানববন্ধন কমসূচি পালিত হয়েছে। রোববার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এ সময় বক্তব্য রাখেন- জেলা নকল নবিস সমিতির সভাপতি মাহাবুব আলম, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সদর উপজেলা সভাপতি মাহফিজুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।এ সময় বক্তারা এক্সট্রা মোহরারদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, মহার্ঘ ভাতা ও সরকারি যাবতীয় সুযোগ সুবিধাসহ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ ও সরকারি স্কেলভুক্তকরণের জোর দাবি জানান। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।রবিউল এহসান রিপন/এসএস/এমএস