দেশজুড়ে

নওগাঁয় অস্ত্রসহ আটক ২

নওগাঁর মান্দায় একটি বিদেশি পিস্তল, রাইফেল, ককটেল, গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়বাংলার মোড় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কুষ্টিয়ার রালিয়া শিশা গ্রামের আশরাফ আলীর ছেলে আবু হুরাইয়া (২৫) ও একই জেলার পাখখোলা গ্রামের আনছার আলীর ছেলে আরমান হোসেন (৪০)।মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে গোপন সংবাদে জানা যায় কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র কেনাবেচার জন্যে উপজেলার জয়বাংলার মোড়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে এক অভিযান পরিচালনা করা হয়। আটকদের চলাফেরা সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে উপজেলার মহানগর প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি কাটা রাইফেল, তিনটি ককটেল ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন থেকে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।আব্বাস আলী/এসএস/এবিএস